জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পর আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। আরও একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ‘জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক’ এ নারী সমাবেশের আয়োজন করা হয়।
সামান্তা শারমিন বলেন, ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার চাচ্ছি। শেখ হাসিনার নারী নেতৃত্বের নামে নারীকে পিছিয়ে রাখার অনেক কলাকৌশল অবলম্বন করেছেন। সংরক্ষিত আসনের নামে নারীদের ক্ষমতায়নের কথা বলা হলেও আমরা দেখেছি নারীদের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা বড় বাধা ছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, মিডিয়া সেলের মুখপাত্র ও সম্পাদক মুশফিক উস সালেহীন, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার সদস্য শওকত আলী ও আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।