বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মাঝে খাদ্য বিতরণ করেছেন। তাঁর ছোট ভাই আরিফিনসহ অন্যরা গতকাল দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ২৫০ জন আহতের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় আহতরা বলেন, কায়কোবাদ দাদা সব সময় আমাদের খোঁজখবর নেন। আজ খুব উন্নতমানের খাবার পাঠিয়েছেন।
আগেও আমাদের জন্য খেজুর এবং পবিত্র জমজম কুপের পানিসহ বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন। যে বিষয়টি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং তাঁর জন্য দোয়া রইল সব সময় উনি আমাদের পাশে থাকবেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সোহেল সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ মোল্লা, বাঙ্গুরা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বাসির মিয়া প্রমুখ।