চলমান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের অধীন আরও ১ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৪৭ জন। গতকাল পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। অভিযানে ১টি একনলা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, ১টি এলজি ও ৬টি কার্তুজ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। অপারেশন ডেভিল হান্ট নিয়ে দেশব্যাপী আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর তুলে ধরা হলো :
চট্টগ্রামে গ্রেপ্তার আরও ৩৯ : নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তাঁদের মধ্যে আছেন মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নির্মূল কমিটির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা, আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহসভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক প্রমুখ। এ ছাড়া মৌলভীবাজারে ১৪, পাবনায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী ও মেহেরপুরে ১৩ গ্রেপ্তার হয়েছে।