রাজধানীর যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অভিযোগে ১৫ বছর বয়সী মো. বাপ্পি নামে কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত বাপ্পি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মো: শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে পশ্চিম ধোলাইপাড় শ্যামপুরে থাকতেন।
নিহতের বড় ভাই মো. পারভেজ জানান, তার ভাই তার মা পারুল বেগমের সঙ্গে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। স্থানীয় এক নারীর বাসা থেকে চুরি করার মিথ্যা অভিযোগ এনে গত মঙ্গলবার চিহ্নিত মাদক ব্যবসায়ী বকাটে কাপশি রাসেল, মোল্লা শুভ ও সাকিব বাপ্পিকে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে আটকে রাখে এবং প্রিতিসহ দুই নারী পরিবারের সদস্যরা নির্মমভাবে নির্যাতন করে। পরবর্তীতে বাপ্পিকে মারধর করা হয় এবং বুধবার সন্ধ্যার পর পাশের একটি বড় বাড়ির গলিতে ফেলে রাখা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রাত তিনটায় মর্গে পাঠায়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান জুয়েল জানিয়েছেন, বুধবার (১২ নভেম্বর) রাতে বায়তুল রহমত নুরানী মাদ্রাসার সামনে থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার সারা শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, নিহতকে চোর সন্দেহে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬-৭ জনসহ মোট ১২-১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ফৌজিয়া রওশন আক্তার প্রিতি নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ