কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি। বুধবার (১২ নভেম্বর) বিকাল থেকে উপজেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে অবস্থান নেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা সোনারগাঁয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, আওয়ামী লীগের ‘নৈরাজ্য প্রতিরোধে’ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মোগরাপাড়া বাসস্টেশন থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ত্রিবর্দী এলাকা প্রদক্ষিণ শেষে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আমরা গতকাল রাত থেকেই অবস্থান কর্মসূচি পালন করছি। জনগণের জান-মালের সুরক্ষায় বিএনপি সবসময় তাদের পাশে আছে।’
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে তারা লকডাউন ডেকেছে। কিন্তু সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করায় এখনো কোথাও নৈরাজ্যের ঘটনা ঘটাতে পারেনি আওয়ামী লীগ।’
তিনি আরও জানান, তিনি নিজেই সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি মনিটরিং করছেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সেন্টু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা সোহেল রানা, কাউসার আহমেদ, নোবেল মীরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/জামশেদ