বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বাগেরহাটের মোংলায় 'বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রম' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কারিগরি শিক্ষার অভাবে এখানকার শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া দুর্গম ও অবহেলিত এলাকার সন্তানেরা অভাবের তাড়নায় লেখাপড়ার সুযোগ পান না। তাই তাদের কথা চিন্তা করে সুন্দরবন ঘেঁষা পশুর নদীর পাড়ে মনোরম পরিবেশে বেগম খালেদা জিয়ার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি আপসহীন দেশনেত্রী, তার সাথে কারো কোনো তুলনা হয় না। আমি তার দলেরই একজন এবং তার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তার নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।
বিএনপি নেতা আরও বলেন, অনেক পরিবার আছে তারা বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবার খোঁজ রাখেন না। অনেকের কাছে বৃদ্ধ-বৃদ্ধারা বোঝা হয়ে থাকছেন। আমি বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি। দেখিছি তারা নিরুপায়, তাই তাদের আশ্রয়ের জন্য আমি এখানে বৃদ্ধাশ্রমও রেখেছি। আমার একার পক্ষে এতো বড় একটা প্রকল্প বাস্তবায়ন কঠিন। তাই আগামীতে সরকার সহায়তা করলে এ প্রকল্প শতভাগ বাস্তবায়ন করা সহজ হবে। আমি আমার সর্বোচ্চ দিয়েই এ প্রকল্পটি প্রতিষ্ঠা করবো।
এসময় আগামী জাতীয় নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে দেশের দক্ষিণ অঞ্চলের অবহেলিত এই জনপদে মানুষের কল্যাণের পাশাপাশি উন্নয়নে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিএনপি নেতা জুলফিকার আলী তার নিজের কেনা ৬ একর জমির উপর এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তার ব্যক্তিগত অর্থায়নে প্রথমে এ প্রকল্পের কাজ শুরু করবেন। এরপর সরকারি সহায়তা পেলে প্রকল্পটি আর সম্প্রসারণ করা হবে। এখানে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মেরিন একাডেমি, ছাত্রাবাস ও বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে।
উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তালেব হাওলাদার ও যুগ্ম আহবায়ক রুস্তম শেখসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/কামাল