বগুড়ায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান।
জানা যায়, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় প্রায় ১০০টি বাড়ি তল্লাশি করা হয়। অভিযানে ১৭৮ বোতল দেশি মদ (কেরু), ৪৩ বোতল বাংলা মদ, ৪৪ কেজি গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ১৮টি ডিজিটাল ওয়েট মেশিন, ৩টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ৩টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ