সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে পুলিশ।
সংশ্লিষ্ট তিন থানা সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে পরিচালিত এ অভিযানে সাভার মডেল থানা এলাকা থেকে ২৮ জন, আশুলিয়া থেকে ১১ জন এবং ধামরাই থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, বুধবার থেকে আজ পর্যন্ত সাভার এলাকায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ‘আশুলিয়া থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে।’
ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ধামরাই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আজ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। সড়ক ও পরিবহন খাতে তল্লাশি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ