নোয়াখালী জেলার সদর উপজেলায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাছিমা আক্তার মুন্নি ও জোছনারা বেগম।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের দায়িত্ব পালনকারী সিএ-রা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের মামলার প্রতিবেদন তৈরি অনুশীলনের মাধ্যমে শেখানো হয়।
প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, এই প্রশিক্ষণ গ্রাম আদালতের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ত্রৈমাসিক মামলার প্রতিবেদন আপনারা নিজেরা তৈরি করে উপজেলায় পাঠাতে পারলে এই প্রশিক্ষণ সার্থক হবে।
তিনি আরও বলেন, গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির দিকে খেয়াল রাখবেন, পেন্ডিং মামলা যেন কোনোভাবেই বেশি না থাকে। সর্বোপরি, গ্রাম আদালতের মামলার নথি ব্যবস্থাপনা নিয়মিত হালনাগাদ করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল