ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ডে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র স্বাধীন মন্ডল (১৭) ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের রওশন আলীর ছেলে ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। এ সময় পুলিশ ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্র স্বাধীন মন্ডল প্রি-টেস্ট পরীক্ষা শেষ করে তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। পথে হামদহ বাসস্ট্যান্ডে পৌচ্ছানো মাত্রই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সে মারাত্বক আহত হয়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর সে মারা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন,‘ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/আশফাক