আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় এসে অবস্থান নেয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা। বক্তারা শেখ হাসিনাসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানান। পরে পুনরায় মিছিল বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল