টাঙ্গাইলে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শিক্ষকদের মাঝে ছাতা উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের মাঝে এই ছাতা উপহার দেওয়া হয়।
এসময় ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মমিনুল হক খান নিক্সন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহেল কাফি শাহেদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন সজল, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন এবং নগর বিএনপির সদস্য শহিন।
এমন উদ্যোগের বিষয়ে নেতাকর্মীরা জানান, শিক্ষক সমাজই জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ও কর্মক্ষেত্রে সহায়তার উদ্দেশ্যে এই ক্ষুদ্র উপহার দেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু সবসময় শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে থাকেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ছাতা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষকরা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/কামাল