কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের মাঝেও কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায়নি। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলার বিভিন্ন স্থানে ২৮ টি চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। এছাড়াও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল বৃদ্ধি পেয়েছে। দূরপাল্লার সব বাস প্রতিদিনের ন্যায় নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ঘিরে রাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার সকালেও জেলার সদর চকরিয়া পেকুয়া মহেশখালী টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় ।
কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাজমুস সাকিব জানান, লকডাউনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ দায়িত্ব পালন করছে। জননিরাপত্তায় জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া