রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আমতলীতে তেলের পাম্পের ট্যাঙ্কি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২১), সজিব (৩৮), রুবেল (৩০), কবির (২০), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০)।
সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত