বরিশালে ইয়াবা, ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ইউপি সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির পরিদর্শক সগীর হোসেন। শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
আটক ইউপি সদস্য রাসেল হাওলাদার (৩৮) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। সহযোগিরা হলো চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার রহমান সরদারের ছেলে রুবেল সর্দার (৪০), উত্তর লামছড়ি এলাকার সুলতান চৌকিদারের ছেলে সালম চৌকিদার (৩৫) ও তালতলী বাজারের জলিল মোল্লার ছেলে আলামিন মোল্লা (২৮)।
ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে মাদকসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য রাসেল হাওলাদার ওরফে রাসেল মেম্বারসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, ৬টি ধারালো রামদা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুুলিশ জানিয়েছে, প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত। আওয়ামী লীগের এক প্রভাবশালী স্থানীয় নেতার ঘনিষ্ঠজন হওয়ায় ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর তার প্রভাব আরও বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অর্থ সহায়তার বিনিময়ে সে স্থানীয়ভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ