জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জরুনা বেগম নামে এক নারীকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। চলতি বছরের ৬ জুলাই দিবাগত রাতে ওই নারীর গায়ে আগুল দিলে গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়।
শুক্রবার সকালে জরিনা বেগমকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে দুলাল মিয়াকে প্রধান আসামীসহ ৭ জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে।
নিহত জরুনা বেগম(৫৩) জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের হবদেশ এলাকার মজিবুর রহমানের স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই মাসের ৬ তারিখ দিবাগত রাতে জমি সংক্রান্ত্র বিরোধ নিয়ে মজিবুর রহমানের ছোট ভাই দুলাল মিয়াদের সঙ্গে জমি নিয়ে প্রথমে ঝগড়া হয়। এর প্রেক্ষিতে দুলাল মিয়াসহ তার লোকজন মজিবুর রহমানের স্ত্রী জরুনা বেগমকে ওই রাতেই পেট্রোল দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার জরুনা বেগমকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, রোগীর অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার জরুনা বেগম মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ প্রধান আসামী দুলাল মিয়া এবং তার ভাই আলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম