দুই দেশের ‘এ’ দলের লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। ৭৯ রানে জিতে গেছে পাকিস্তান শাহিনস। গতকাল ডারউইনে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিল পাকিস্তান শাহিনস। ইয়াসির খান দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ৩৪ রানে ১ উইকেট পান। ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে নুরুল হাসান সোহানের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪৮ রানে। প্রথম ওভারেই নাইম শেখকে হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করেন তিনি। তাঁর বিদায়ের পর ভালোই খেলছিল বাংলাদেশ। ৩-এ নেমে দুর্দান্ত ব্যাট করছিলেন সাইফ হাসান। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নিশানও। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান। ১৭ বলে ৩৩ রান করে বিদায় নেন জিশান।
দারুণ ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সাইফ। ৩২ বলে ৫৭ রান করেছেন এই টপ অর্ডার। তাঁর বিদায়ের পর আর কেউ সুবিধা করে উঠতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন দ্রুত ফিরলে দেড় শর আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার খাজা ও ইয়াসির খান প্রতিপক্ষ বোলারদের দিশাহারা করে ফেলেন। ৩২ বলে ৬১ রান করে খাজা রানআউটের শিকার হলে ভাঙে ১১৮ রানের জুটি। ৩-এ নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেন আবদুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান।