বিজ্ঞানীরা মহাবিশ্বের শুরুর যুগের ‘কসমিক গ্রেপস’ নামে একটি বিরল গ্যালাক্সি আবিষ্কার করেছেন। এতে ১৫টির বেশি ঘন তারকা-গঠনের অঞ্চল (ক্লাম্প) রয়েছে, যা দেখতে অনেকটা বেগুনি আঙ্গুরের মতো। ধারণা করা হচ্ছে, এটি বিগ ব্যাংয়ের প্রায় ৯৩০ মিলিয়ন বছর পর গঠিত হয়েছিল।
এই আবিষ্কার সম্ভব হয়েছে মহাকর্ষীয় লেন্সিং (গ্র্যাভিটেশনাল লেন্সিং) পদ্ধতিতে। এখানে নিকটবর্তী একটি গ্যালাক্সি—RXCJ0600-2007—পেছনের দূরের বস্তুকে বড় করে দেখিয়েছে, যেন এটি একটি প্রাকৃতিক দূরবীন। গবেষণা দলের প্রধান সেজি ফুজিমোতো বলেন,R XCJ0600-2007 দূরের গ্যালাক্সি পর্যবেক্ষণের জন্য অন্যতম শক্তিশালী মহাকর্ষীয় লেন্স।
এই গ্যালাক্সি শনাক্তে ব্যবহার করা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ও আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (ALMA)। একশ ঘণ্টার বেশি সময় ধরে সংগৃহীত পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর অভ্যন্তরীণ কাঠামো বিস্তারিতভাবে দেখেছেন। দেখা গেছে, গ্যালাক্সিটির কেন্দ্রে রয়েছে ঘন, ছোট এবং উজ্জ্বল তারকা-গঠনের অঞ্চল, যা প্রাথমিক মহাবিশ্বের গ্যালাক্সি সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মাইক বয়লান-কলচিন জানান, আগে ধারণা করা হতো প্রাথমিক গ্যালাক্সিগুলো তুলনামূলকভাবে ছড়ানো এবং কম ঘন ছিল, কিন্তু ‘কসমিক গ্রেপস’ দেখাচ্ছে ঠিক উল্টো চিত্র—এটি ঘন, ভারী এবং সুষম গঠনযুক্ত। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কারদি মহাবিশ্বের প্রথম যুগে গ্যালাক্সির গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল