খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোষ্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মী গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছে। গুরতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগের কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সিঙ্গিনালা এলাকায় ২০/৩০ জনের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোষ্টার লাগাতে গেলে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থানীয়দের উপর হামলা চালালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসলেও ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে আহত হৃদয় ত্রিপুরার অবস্থা গুরতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের রাতে শহরে মহড়া দিতে দেখা গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল