চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘ ৭ থেকে ৮ মাস পরে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে আসে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এটা ভাল দিকে।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৭ থেকে ৮ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে।
বিডি প্রতিদিন/নাজিম