যুক্তরাষ্ট্রে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে স্কটল্যান্ডে পালিয়ে যাওয়া এক ব্যক্তি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছে এএফপি।
৩৮ বছর বয়সী নিকোলাস রসি ২০০৮ সালে তার তৎকালীন প্রেমিকাকে যৌন নিপীড়নের ঘটনায় বুধবার সল্ট লেক সিটির জুরি বোর্ডের রায়ে দোষী প্রমাণিত হন।
রসিকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০২১ সালে, যখন তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক এবং পুলিশ ইন্টারপোলের ওয়ান্টেড নোটিশে থাকা ছবির সঙ্গে তার উল্কিচিহ্ন মিলিয়ে তার পরিচয় শনাক্ত করেন।
এর আগে রসি নিকোলাস আলাহভার্ডিয়ান নামে পরিচয় ব্যবহার করে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন। একটি শোকবার্তায় বলা হয়েছিল, তিনি নন-হজকিন লিম্ফোমায় মারা গেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। রসির আপিলের মধ্যে তিনি দাবি করেন, তিনি ভিন্ন পরিচয়ের শিকার হয়েছেন এবং আসলে আর্থার নাইট নামে একজন আইরিশ অনাথ। তিনি আরও বলেন, হাসপাতালে কোমায় থাকার সময় তার শরীরে উল্কি আঁকা হয়েছিল এবং আঙুলের ছাপও পরিবর্তন করা হয়েছিল।
তবে তার আপিল খারিজ হয়ে যায়। বিচারক মন্তব্য করেন, তিনি ‘অসৎ, প্রতারণামূলক, ফাঁকিবাজ ও কৌশলী’ এবং যুক্তরাষ্ট্রে ফেরার অনুমোদন দেন।
দোষী সাব্যস্ত হওয়ার পর সল্ট লেক কাউন্টি জেলা অ্যাটর্নি সিম গিল ভুক্তভোগীর সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, “তার সাহস, দৃঢ়তা—এগিয়ে এসে কথা বলাই এ মামলার মূল চাবিকাঠি।”
স্থানীয় উটাহ এবিসি সংস্থা জানায়, রসির পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। তার সাজা ঘোষণার তারিখ আগামী অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রসি আগামী মাসে ২০০৮ সালের আরেকটি ধর্ষণ মামলার বিচারের অপেক্ষায়ও রয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক