তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুদানে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির একাডেমিক সহযোগিতায় “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে সেব্রার ট্রাভেল নেটওয়ার্ক লিমিটেড-এর সফটওয়্যার ও কারিগরি সহায়তায়।
এই প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রথম চার মাস একাডেমিক প্রশিক্ষণ এবং পরবর্তী দুই মাস ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্টের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। প্রশিক্ষণ শেষে কুমিল্লা ও ঢাকার সরকার অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে চাকরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, প্রশিক্ষণার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকনির্দেশনাও পাবেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৫ আগস্ট শুক্রবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের (গ্রেড-১)।
স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম, প্রশিক্ষণ কোর্স পরিচালক। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিয়া ইসলাম (২০২৩-২৪)। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বৈষম্যের বিরোধী আন্দোলন ছাত্রনেতা সাব্বির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির পরিচালক মাজহার, এডমিন সবুজ, সেব্রার ট্রাভেল নেটওয়ার্কের সিইও সাইফুল হক, রাব্বি ও অন্যান্য প্রশিক্ষকগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ট্রাভেল এজেন্সির মালিকগণ, শিক্ষক-শিক্ষিকাসহ বহু গণ্যমান্য ব্যক্তি।
প্রশিক্ষণ কার্যক্রমটি প্রতি শুক্র ও শনিবার বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হবে। এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএ