পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার ঢাকা-আশুলিয়া রুটের কয়েকটি এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের ১২ ইঞ্চি ব্যাস × ১৪০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। সেই সঙ্গে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দু’পাশের সব গ্রাহকের লাইনেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এসব অঞ্চলের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও উল্লেখ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/জুনাইদ