আলাস্কা সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সাথে একমত প্রকাশ করেন।
জেলেনস্কি বলেন, আজকের বৈঠক ‘নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তার মতে, এই সম্মেলন ‘ন্যায়সঙ্গত শান্তির পথে বাস্তব অগ্রগতি’ এনে দেবে এবং ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি করবে।
জেলেনস্কি জানান, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন পূর্বাঞ্চলে—বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে—অতিরিক্ত সেনা পাঠাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই এলাকায় তীব্র লড়াই চলছে এবং ধারণা করা হচ্ছে, আলাস্কা সম্মেলনের আলোচনায় এ দুটি অঞ্চল প্রধান ইস্যু হিসেবে উঠে আসবে।
ইউক্রেন প্রেসিডেন্টের মতে, এই বৈঠক শুধু রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রেই নয়, বরং ময়দানে চলমান যুদ্ধ পরিস্থিতি পরিবর্তনের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করবে এবং সমঝোতার পরিবেশ তৈরি করবে।
বিবৃতির শেষাংশে জেলেনস্কি যুদ্ধের অবসানের আহ্বান জানান এবং রাশিয়াকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার তাগিদ দেন, যাতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শআ