থিয়েটার পুণ্যভূমির প্রতিষ্ঠাতা জুলফিকার হুসাইন সোহাগকে সভাপতি ও মাহামুদুল হাসান মিথেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে এক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
২০২৫-২৭ কার্যবর্ষের জন্য নির্বাচিত অন্যান্য কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন রাকিব, সহ-সভাপতি ফাতেমা বেগম, সহ-সভাপতি নজরুল ইসলাম জনি, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের মুস্তফা, সাংগঠনিক সম্পাদক সোহান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল বিশ্বাস, অর্থ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক- আজমেরী সকাল, সহ দপ্তর সম্পাদক- আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান রাফি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক অপরাজিতা প্রজাপতি, প্রশিক্ষণ সম্পাদক ঐশী রায়, কার্যনির্বাহী সদস্য রোকসানা আমিন নদী, এম এ মালেক শান্ত, বিভান বাদল, আতিকুর রহমান আতিক।
সভায় নতুন ও পুরাতন নাট্যকর্মীদের নিয়ে নাট্য কর্মশালা, পুরানো নাটকের পুনঃমঞ্চায়ন এবং নতুন নাটকের মঞ্চায়নসহ বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।