আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে বুধবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস’র (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ ৪টি অনুষদের মোট ৩১৩ জন ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ ছিলেন এবারের গ্র্যাজুয়েশন দিবসের মধ্যমণি। দিনটি ছিল ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি এবং নতুন দিগন্তে পথচলা শুরুর এক মহিমান্বিত ক্ষণ। বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি সকালে শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বরে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের নিকট শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এ শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।
এরপর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভাকে মহামান্বিত করেন। এ সময় গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন।
সভা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে। এরপর চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব অংশের ফলাফল উপাচার্যের সমীপে উপস্থাপন করেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে উঠে আসে তাদের চার বছরের স্মৃতি, শিক্ষকদের অবদান এবং বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান অভিজ্ঞতা। শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পর তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন।
অতিথিবৃন্দের সাথে গ্র্যাজুয়েটদের ফটোসেশনের মাধ্যমে জমকালো এ দিবসের সমাপ্তি ঘটে। এ দিকে গ্র্যাজুয়েশন ডে উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ছিল সাজ-সজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার ও স্মৃতিচারণার বিভিন্ন আয়োজন। পুরো দিনটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ-অশ্রু আর হৃদয়ে ছিল নতুন স্বপ্নের আলো।
বিডি প্রতিদিন/এএ