বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল, ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। ক্রীড়া অধিপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সকালে জেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএম