কুষ্টিয়ার মিরপুরে ধান আসতে গিয়ে বজ্রপাতে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার ছাইবাড়ীয়া বিলে নামক মাঠে এ ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
বারুইপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিলে ধান আসতে যায় এবং ওই বিলেই নিজের ধানের চারা রোপন করা জমি দেখার জন্য গেলে এ ট্রলি চালক বজ্রপাতের শিকার হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম