যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৪টা ৮ মিনিট থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
তবে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বলে স্টেশনের মাইকে প্রচার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই