গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বি.এইচ.আই.এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় আজ রবিবার সকালে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা।
এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থালে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার এক শ্রমিক আয়রন ম্যান আল-আমিন বলেন, বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসের বেতন দেই দিচ্ছি বলে না দেওয়ার পায়তারা করে আসছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামলে গত ২০ মার্চ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। কর্তৃপক্ষের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া বেতনভাতা না পেয়ে ফের ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে কারখানা কর্তৃপক্ষ ফেব্রুয়ারী মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে লে-অফ করে দেয়। পরে আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে লে-অপ নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। পরে শ্রমিকরা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, এই কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে গত ২০ মার্চের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু সকল শ্রমিকদের বকেয়া বেতন না দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয় ওঠে। পরে রবিবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে বিষয়টি সমাধানের জন্য।
বিডি প্রতিদিন/জামশেদ