নারায়ণগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ডের’ দাবিতে মানববন্ধন করেছে মহানগর ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, ‘দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না। স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।’
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মো. লিওন, সহ-সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরব, যুগ্ম সম্পাদক মো. ফেরদৌস মহানগর ছাত্রদল, মো. নোমন, মো. নোমান, সহ দপ্তর সম্পাদক ফাহিম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রনি, সাবেক সহ দপ্তর সম্পাদক ফাহিম ও বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ