সাভারের তুরাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইটভাটা মালিক ও শ্রমিকরা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের চলমান অভিযানের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টা থেকে মহাসড়কের উভয় লেনে এ অবরোধ শুরু হয়।
বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সাড়া না দিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের প্রতিবাদে ইটভাটার মালিক-শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এক ইটভাটা মালিক বলেন, হঠাৎ করেই উপজেলা প্রশাসন আমাদের ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে চিমনিগুলো গুড়িয়ে দিচ্ছে। প্রতিটি ব্রিক ফিল্ডে আমাদের ৩ থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করা। এভাবে ভেঙে দিলে তো আমরা পথে বসবো। আমাদের অন্তত ২-৩ মাস সময় দেওয়া হোক, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। প্রয়োজনে এই ব্যবসা ছেড়ে দেব। কিন্তু কিছুটা সময় দরকার। একেকটা ইটভাটার সঙ্গে অন্তত ২০০ পরিবারের জীবিকা জড়িত, তাদের কী হবে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, দুপুর ২টা থেকে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রাখে। সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
বিডি প্রতিদিন/এমআই