বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। কল্পনা ও বাস্তবের ব্যবধান ঘুচিয়ে তিনি যখন ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারের শততম টেস্ট, তখন সেই অর্জন শুধু ব্যক্তিগত মাইলফলকেই ছাড়িয়ে অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছে পুরো দলকে। এখন দলের তরুণ ক্রিকেটার থেকে শুরু করে নতুন পেসারদের মাঝেও জন্ম নিচ্ছে শত টেস্ট খেলার স্বপ্ন।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট মুশফিকের শততম টেস্টকে ঘিরে পরিণত হয়েছিল এক উৎসবে। দেশের ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই যোগ দিয়েছিল নানা আয়োজনে। মুশফিকও রাঙিয়ে তুলেছেন সেই বিশেষ উপলক্ষ—মেরেছেন সেঞ্চুরি, করেছেন ফিফটি, শেষে দলকে জিতিয়েছেন ম্যাচ ও সিরিজ।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, মুশফিকের এই অর্জন এখন পুরো দলের ভেতর নতুন প্রত্যাশা তৈরি করেছে।
শান্ত বলেন, “আমরা আগে কখনও ভাবিইনি যে আমরা ১০০ টেস্ট খেলতে পারি। কিন্তু মুশফিক ভাই অর্জন করে ফেলতেই সবাই বলতে শুরু করেছে ‘আমিও খেলতে চাই।’ কেউ ১০ টেস্ট খেলেছে, সেও চায় ১০০ টেস্ট। এটা দারুণ ইতিবাচক।”
ড্রেসিংরুমের একটি ঘটনাও শোনালেন শান্ত। “আমি শুনছিলাম, একজন পেস বোলার বলছে‘আমিও ১০০ টেস্ট খেলতে চাই।’ আমাদের দেশের একজন পেসারের জন্য এটা মুখে বলাটাও সাহসের। অন্তত বলেছে তো!”
শান্ত নিজেও টেস্ট ক্রিকেটের প্রতি তার গভীর অনুরাগের কথা জানিয়ে বললেন, “আমার মনে হয় আমার ৩৯-৪০টা টেস্ট হয়েছে, মিরাজের ৫০টিরও বেশি। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। লম্বা চিন্তা না করে একটা একটা টেস্ট খেলতে পারলে, পারফর্ম করতে পারলে কপালে থাকলে একদিন হয়তো আমরাও পারব।”
বিডি প্রতিদিন/মুসা