কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারে অস্থায়ীভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদের অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। উচ্ছেদ শুরুর পর ব্যবসায়ীরা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করলে কিছু সময়ের জন্য অভিযান স্থগিত করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরবাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাম্মিয়া আকতার, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা ২০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন। কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের দোকান ভেঙে ফেলা হচ্ছে। তারা বলেন, ‘এভাবে সবকিছু ভেঙে তছনছ করে দিলে আমরা কোথায় যাব, কী করব—কিছুই বুঝতে পারছি না।’
সচেতন নাগরিকরা মনে করছেন, হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আরও দুঃসহ পরিস্থিতিতে পড়বে।
বিডি-প্রতিদিন/সুজন