কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজা হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক রেজা হাসান বলেন, আমাদের সামনে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেটা হলো নির্বাচন। আমি নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছি।
এ সময় জেলা প্রশাসক রেজা হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, যে বিষয়গুলো আপনারা বলেছেন তা শুধু কুমিল্লার নয়, সারা দেশেই এ সমস্যা রয়েছে। আর্থসামাজিক, স্বাস্থ্য, বর্ডার এলাকা সব জায়গাতে এই সমস্যা রয়েছে। ভূমি, স্বাস্থ্য, যানজট ও শিক্ষা নিয়ে যে সমস্যা তুলে ধরেছেন তা আমরা নোট করেছি। কুমিল্লার সরকারি কর্মকর্তা, প্রবাসী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমি এগুলাে সমাধান করার চেষ্টা করব।
নির্বাচন নিয়ে আগের বিষয়গুলোর জন্য দুঃখপ্রকাশ করাসহ এবং সবার সহযোগিতা নিয়ে এবারের নির্বাচন হবে উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, আপনাদের সংবাদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, শহরের দূষণ, যানজট, কিশোর গ্যাং, খাদ্যের বিষয়ে যে সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আপনাদেরও সহযোগিতা লাগবে। শহরের যে জায়গাগুলোতে যানজট হয় সে জায়গায় অটোরিকশাগুলোকে ভাগ করে দেওয়া হবে ড্রেসকোডের ভিত্তিতে।
মহাসড়কে অরাজকতার বিষয়ে ডিসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন নির্বিঘ্ন থাকে সে বিষয়ে আমরা সজাগ থাকব। তবে কোনো অসংগতি দেখলে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি আশা করি, আপনাদের সহযোগিতা পাব।
বিডি প্রতিদিন/কেএইচটি