বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন ছাত্রদল নেতার বাবা মিজানুর রহমান দুলাল হাওলাদার। মামলায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. আওয়াল হাওলাদারকে প্রধান করে নামধারী ২১ জন ও অজ্ঞাত আরো ৯ জনকে আসামী করা হয়েছে।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার বলেন, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আউয়াল হাওলাদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আউয়াল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে কোন তথ্য দেয়া যাবে না। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
বিডি প্রতিদিন/এএম