চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা: ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) নগরীর একটি হোটেলের বলরুমে নটিক্যাল ইন্সটিটিউট চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত এই সেমিনারে নৌপরিবহন পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, কার্যকর যোগাযোগ ব্যবস্থা ও দৈনিক মনিটরিংয়ের মাধ্যমে বিএসসি বৈশ্বিক নৌপরিবহন শিল্পে নতুন উচ্চতায় পৌঁছাবে। এসময় তিনি পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ নির্মাণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নটিক্যাল ইন্সটিটিউট চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মইন উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম. এ. মালেক। কী-নোট স্পিকার ছিলেন বিএসসির জিএম (ডিপিএ ও সিএসও) ক্যাপ্টেন মো. আবু সুফিয়ান।
এছাড়াও বক্তব্য রাখেন ক্যাপ্টেন শাহিদুল ইসলাম, এমএমডির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বিএসসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, মেরিন একাডেমি চট্টগ্রাম, ক্লাসিফিকেশন সোসাইটি, বিএমএমওএ, মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন, ইমারেস্ট, নটিক্যাল ইন্সটিটিউট সদস্য ও ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ