পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৯ দিনব্যাপী সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরস্ত সিঙ্গিনালা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরের সম্মেলন কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম-২য় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়।
খাগড়াছড়ি জেলায় ৯ দিনব্যাপী সেবাইতদের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিমল কান্তি শীল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস ও জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদার। প্রশিক্ষণে বিভিন্ন মন্দিরের পুরোহিত সেবায়েতরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই