নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরীন।
বক্তব্য রাখেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন সাহা।
রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা দেশের জেলায় জেলায় মাফিয়া ও গডফাদারদের রাজত্ব কায়েম করেছিলেন। তার নির্দেশে সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ রাখা হয়। ঘাতক ওসমান পরিবারকে পুরস্কৃত করা হয়েছিল। তারা নারায়ণগঞ্জকে লাশের শহরে পরিণত করেছিল।
তিনি আরও বলেন, ওসমান পরিবার পালিয়ে গেলেও তাদের দোসররা নতুন গডফাদারদের সঙ্গে মিশে লুটপাটে লিপ্ত হয়েছে। জনগণ কোনো নতুন স্বৈরাচার চায় না।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন যে- আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ