দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আবিয়েই বক্স অঞ্চলের একটি বাজারে ‘ত্রিভুজ প্রেম’কে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর টিআরটির।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী অঞ্চলে গত সোমবার এই সংঘর্ষ শুরু হয়। দক্ষিণ সুদান পিপলস ডিফেন্স ফোর্সেসের (এসএসপিডিএফ) মুখপাত্র লুল রুয়াই কোয়াং জানান, সংঘর্ষের সূত্রপাত হয় দুই কর্মকর্তার মধ্যে, যাদের একজন প্রেসিডেন্ট সালভা কিয়িরপন্থি এবং অন্যজন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিয়েক মাচারপন্থি। কোয়াং বলেন, এই ঘটনার পেছনে দুটি ব্যাখ্যা রয়েছে—একটি মতে, এটি ছিল ব্যক্তিগত ভুল বোঝাবুঝি; আরেক মতে, এটি একটি 'ত্রিভুজ প্রেম' ঘিরে শুরু হওয়া বিবাদ।
প্রাথমিক তথ্যে জানা গেছে, দুই কর্মকর্তাই একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে মাচারপন্থি কর্মকর্তা কিয়িরপন্থি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেন। এরপর উভয় পক্ষের দেহরক্ষীরা পাল্টা গুলি চালায়, যা দ্রুত আশপাশের চেকপোস্ট ও ব্যারাকগুলোতেও ছড়িয়ে পড়ে।
ঘটনায় মোট ১৪ সেনা নিহত হয়েছেন—এর মধ্যে ছয়জন মাচারের দল এসপিএলএ-আইওর এবং আটজন এসএসপিডিএফের। এছাড়া একজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন, তবে তার অবস্থা নিশ্চিত করা যায়নি। আহত পাঁচ সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ