জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের বাগবাড়াস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সভাপতি মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ।
স্বাগত বক্তব্য দেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মদ। বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, মাওলানা হারুন আল মাদানী, মাওলানা ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, খেলাফত মজলিসের সভাপতি গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান শাসনব্যবস্থার সংকট নিরসনে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এটি জনগণের ভোটের ন্যায্য প্রতিফলন নিশ্চিত করে, ভোট অপচয় রোধ করে এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারে। এছাড়া নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব বৃদ্ধিতেও এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ