ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬ কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
এ ছাড়া বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
র্যাব-১০ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করতেন। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ