খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় মো. মান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মান্না জেলা সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের সন্তান।
বুধবার (৮ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মো. মান্নান মিয়া কলেজ গেইট এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে ইজিবাইকের ধাক্কায় মান্নান মিয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া