বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কুল শিক্ষিকার ছিনতাইয়ের ঘটনায় অংসাপ্রু মারমা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার গহীন জঙ্গল থেকে তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে (৭ অক্টোবর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকা জেসমিন আক্তারকে ভয় দেখিয়ে মোবাইল, ব্যাগ, ব্যাংক চেক ও কানের দুল ছিনিয়ে নেয় অংসাপ্রু।
তিনি আরও জানান, পরে পুলিশ, প্রশাসন, স্থানীয় হেডম্যান-কারবারি ও এলাকাবাসীর সহযোগিতায় বুধবার দুপুরে জঙ্গলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ