বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় ফল-২০২৫ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার কর্নেল (অব.) মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি এবং আইকিউএসির পরিচালক ও বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বাইউস্ট কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আগামী দিনের নেতৃত্ব গড়ার এক আলোকিত প্রতিষ্ঠান।
তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কেও জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল (অব.) শাব্বির আহমেদ সিদ্দিকী, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।
অরিয়েন্টেশনের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ