চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সাব-মেশিনগানের (এসএমজি) ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ছয় রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে কালামিয়া বাজার এলাকার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির একটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা মো. রুবেল (২৫) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা আজিজুল হক (৩৭)।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় বসবাস করছিলেন। তাদের কাছে অস্ত্র থাকতে পারে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের গুলি ও কার্তুজসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ