চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে অস্ত্রসহ নুরুল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার (২৮ জুলাই) ভোররাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি স্থানীয় একটি ডাকাতচক্রের সদস্য বলে দাবি করেছে সেনাবাহিনী।
সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক জানান, জমি সংক্রান্ত এক বৈঠকে হামলার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে তিনটি একনলা এলজি, আটটি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা জব্দ করা হয়।
নুরুল আমিনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ