চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুককে (২৪) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১১ অক্টোবর) ভোররাতে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারকৃত ফারুক রিয়াজ উদ্দিন উকিল বাড়ির ছবির আহম্মদের ছেলে।
র্যাব-৭-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় একটি স্পোর্টস টার্ফ উদ্বোধনের সময় স্থানীয় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা মালিকপক্ষের সাথে পূর্ব শত্রুতার জেরে দেশিয় অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে হামলা চালায়। এতে জুবায়েরসহ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন আবস্থায় জুবায়ের মারা যান। এই ঘটনায় জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শনিবার ভোররাতে অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/এএম