মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
আটককৃত আসামির নাম মো. সিরাজ মোল্যা (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আসামির হাতে থাকা কালো ব্যাগটি তল্লাশি করলে, তাতে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেন্সিডিলের বোতলগুলোতে ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup’ লেখা ছিল, যা মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্যা জানান, তিনি ফেনসিডিলের বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন।
এ ঘটনায় আটককৃত সিরাজ মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অপর এক আসামির সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ