ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে আঞ্চলিক নির্বাচন অফিসগুলো।
ইসির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে—ডিসেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বইছে নির্বাচনী হাওয়া। এ বছর সিলেটে বেড়েছে সবচেয়ে বেশী ভোটার।
নির্বাচন অফিস সূত্র জানায়, সিলেট মহানগরীসহ ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।
হাওর-বেষ্টিত সুনামগঞ্জ জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন।
মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন।
হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন